ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

যুক্তরাষ্ট্রের ডাকে ঊনত্রিশেই অবসরে শ্রীলঙ্কার ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২১
যুক্তরাষ্ট্রের ডাকে ঊনত্রিশেই অবসরে শ্রীলঙ্কার ক্রিকেটার শেহান জয়াসুরিয়া/ছবি: সংগৃহীত

মাত্র ২৯ বছর বয়সেই সবধরনের ক্রিকেটকে বিদায় বলে দিলেন শেহান জয়াসুরিয়া। কারণটা বেশ চমকপ্রদ।

শ্রীলঙ্কার এই অলরাউন্ডার খুব শিগগিরই যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন।  

শুক্রবার (৮ জানুয়ারি) এক টুইটে শেহান জয়সুরিয়ার অবসর গ্রহণের কথা নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। পরে আইসিসিও বিষয়টি নিশ্চিত করেছে।

টুইটে বলা হয়েছে, শ্রীলঙ্কার ঘরোয়া কিংবা আন্তর্জাতিক, কোনো পর্যায়ের ক্রিকেটেই আর তাকে পাওয়া যাবে না। সেই সঙ্গে এটাও পরিষ্কার করা হয়েছে যে, সপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর উদ্দেশ্যেই শ্রীলঙ্কা ক্রিকেটকে বিদায় বলেছেন এই বাঁহাতি ব্যাটিং অলরাউন্ডার। শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শিগগিরই যুক্তরাষ্ট্রের জার্সিতে খেলতে দেখা যাবে।

২০১৫ সালে শ্রীলঙ্কা জাতীয় দলে ডাক পান জয়াসুরিয়া। কিন্তু নিয়মিতভাবে দ্বীপরাষ্ট্রের প্রতিনিধিত্ব করা হয়নি তার। প্রায় পাঁচ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি শ্রীলঙ্কার হয়ে মাত্র ১২টি ওয়ানডে এবং ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন। ওয়ানডেতে তার রানসংখ্যা মাত্র ১৯৫ রান এবং টি-টোয়েন্টি ২৪১ রান।

মাঝে মাঝে বল হাতেও দেখা গেছে জয়াসুরিয়াকে। অফ-স্পিনার হিসেবে হাত ঘুরিয়ে দুই সংক্ষিপ্ত ফরম্যাটে ৩টি করে উইকেট আছে তার। গত মাসে তিনি লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) রানার্সআপ গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছেন।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।