ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারত-ইংল্যান্ডকে টপকে ২য় স্থানে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
ভারত-ইংল্যান্ডকে টপকে ২য় স্থানে বাংলাদেশ

তিন ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করে আইসিসি সুপার লিগের তালিকায় দ্বিতীয় স্থানে ওঠে এসেছে বাংলাদেশ। ৩ ম্যাচে ৩ জয়ে ৩০ পয়েন্ট টাইগারদের।

 

বাংলাদেশের শীর্ষে আছে কেবল অস্ট্রেলিয়া। ৬ ম্যাচে ৪ জয় ও ২ হারে ৪০ পয়েন্ট অজিদের। বাংলাদেশ টপকে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাকিস্তান ও ভারতের মতো পরাশক্তিদের।

টাইগারদের জায়গা ছেড়ে দিয়ে তৃতীয় স্থানে নেমে যাওয়া ইংলিশদের পয়েন্ট ৩০। ৬ ম্যাচে ৩ জয়ের পাশাপাশি ৩ ম্যাচে হেরেছে ইংল্যান্ড। ৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চারে পাকিস্তান। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে পাঁচে আফগানিস্তান। ছয়ে থাকা জিম্বাবুয়ের পয়েন্ট ১০। সমান পয়েন্ট নিয়ে সাতে আয়ারল্যান্ড।  

৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ৯ পয়েন্ট নিয়ে আটে ভারত। বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়া ক্যারিবিয়ানরা আছে ৯ নম্বরে। ৩ ম্যাচ খেলে এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি তারা।  

তিন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বড় জয় পাওয়ার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইওয়াশের লজ্জায় ডুবিয়েছে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে ক্যারিবিয়ানদের বিপক্ষে ১২০ রানে জিতেছে টাইগাররা। এর আগে ঢাকায় মিরপুরে প্রথম দুই ম্যাচেও বড় জয় পায় বাংলাদেশ।  

সোমবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ২৯৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৪৪.২ ওভারে ১৭৭ রানে গুটিয়ে যায় উইন্ডিজ। এর আগে টসে হেরে চার পাণ্ডব তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ঝড়ো ফিফটিতে ৬ উইকেটে ২৯৭ রান করে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।