ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের কোনো দল আগে যা পারেনি, এবার সেটি করার সুযোগ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
বাংলাদেশের কোনো দল আগে যা পারেনি, এবার সেটি করার সুযোগ

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ দলকে বরাবরই থমকে যেতে হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে কোনো ম্যাচই জিততে পারেনি টাইগাররা।

তবে এবার আশাবাদী কোচ রাসেল ডমিঙ্গো। ২০ মার্চ থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ব্যাপারে এই দক্ষিণ আফ্রিকান জানিয়েছেন, আগে বাংলাদেশের কোনো দল যা পারেনি, এবার সেই সুযোগ রয়েছে।

ম্যাচের দুই দিন আগে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘এটা দারুণ একটি সুযোগ। বাংলাদেশের আগে কোনো দল যা পারেনি, এবার সেটি রয়েছে। ’

বাংলাদেশ এখন পর্যন্ত বিশ্বকাপে সেরা সাফল্যটি পেয়েছিল ২০১৫ আসরে। সেবার দারুণ খেলে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল তারা। আর তখন থেকেই এই ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ হারের থেকে বেশি জয়লাভ করেছে (৭৯ ম্যাচে ৪৩ জয়, ৩৩ হার)। ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপেও সফলতা ছিল। তবে সেভাবে নাড়া দিতে পারেনি। যদিও টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সাকিব আল হাসান (৬০৬)।

পঞ্চাশ ওভারের পরের আসরটি বসবে ২০২৩ সালে ভারতের মাটিতে। আর ডমিঙ্গে বিশ্বাস করেন, নিউজিল্যান্ডের মতো দেশে সিরিজ জিতলে যে আত্মবিশ্বাস পাবে তা সেই আসরে কাজে দেবে।

তিনি বলেন, ‘আমরা এই সিরিজটি নিয়ে রোমাঞ্চিত। বাংলাদেশের হয়ে নিউজিল্যান্ডে এটিই আমার প্রথম সফর। যদিও দ.আফ্রিকার কোচ হিসেবে আমি এখানে আগেও এসেছি। আমি জানি সফর করার জন্য এটা কঠিন জায়গা। তবে তরুণ ক্রিকেটারদের জন্য এটা দারুণ একটি সুযোগ। বিশ্বকাপ শুরু হতে এখনও তিন বছর বাকি, আর নিউজিল্যান্ডে এই আসরের জন্য শক্ত প্রতিপক্ষ। আপনি যদি ভারতে ভালো প্রতিযোগি হতে চান তবে এমন একটি সিরিজে দারুণ পারফরম্যান্স করতে হবে। ’

ডমিঙ্গে আরও বলেন, ‘আমি মনেকরি এই মুহূর্তে ওয়ানডে ফরম্যাটে আমরা শক্তিশালী দল। আপনি যদি বিশ্বকাপে দলের পারফরম্যান্স বিবেচনা করেন ও দলের গড় ক্রিকেটারদের দিকে তাকান, তবে ওয়ানডে ক্রিকেটে ভালো কিছু অপেক্ষা করছে। ’

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।