ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

‘দ্বিতীয়’ ম্যাচেই বল হাতে দুর্দান্ত মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
‘দ্বিতীয়’ ম্যাচেই বল হাতে দুর্দান্ত মোস্তাফিজ

আইপিএলের চলতি আসরে নিজের নতুন দল রাজস্থান রয়্যালসের জার্সিতে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে দুর্দান্ত বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান। আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে দেদারসে রান খরচ করলেও আজ নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নেন ‘কাটার মাস্টার’।

শুক্রবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ধীর গতিতে দিল্লি ক্যাপিটালস। চেতন সাকারিয়ার সঙ্গে বোলিং ওপেন করেন জয়দেব উনাদকাট। ৫ রানেই পৃথ্বী শ’কে (২) ফিরিয়ে দেন উনাদকাট। এরপর দলীয় ১৬ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন আরেক ওপেনার শিখর ধাওয়ান (৯)। তৃতীয় শিকারও উনাদকাটের। তার বলে কট অ্যান্ড বোল্ড হন আজিঙ্কা রাহানে (৮)। এর পরেই হানা দেন মোস্তাফিজু।

মোস্তাফিজ যখন বোলিংয়ে আসেন ততক্ষণে ৩৬ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। এরপর নিজের প্রথম ও ইনিংসের সপ্তম ওভারে বল হাতে মাত্র ১ রান খরচে ফিজ নেন ১ উইকেট। ফিজের প্রথম ওভারের প্রথম বলে সিঙ্গেল নেন দিল্লি ক্যাপিটালসের ব্যাটসম্যান ঋষভ পন্থ। পরের তিন বলে কোনো রান হয়নি। চতুর্থ বলটি ছিল স্লোয়ার। মার্কাস স্টয়নিস ডিফেন্ড করতে চেয়েছিলেন। কিন্তু বল উপরে উঠে যায়। শর্ট এক্সট্রা কাভারে থাকা ফিল্ডার জস বাটলার কিছুটা দৌড়ে তালুবন্দি করেন বল।

চাপে পড়ে যাওয়া দিল্লির হাল ধরেন পন্থ। রাজস্থানও প্রথম ওভারেই উইকেট পাওয়া মোস্তাফিজকে বল না দিয়ে কয়েক ওভার স্পিনার দিয়েই চালিয়ে দেন। এই সুযোগে সেট হয়ে যান পন্থ ও ললিত যাদব। দুজনে যোগ করেন ৫১ রান। দারুণ এক ফিফটির দেখা পান পন্থ। এরপর নিজের বলে দৌড়ে গিয়ে পন্থকে (৩২ বলে ৫১) দুর্দান্ত এক রান আউটের শিকার বানান রায়ান পরাগ।

এদিকে মাঝের বিরতির পর বোলিংয়ে এসে প্রথম ওভারের ধার কিছুটা হারিয়ে ফেলেন মোস্তাফিজ। ইনিংসের ১২তম ও ১৭তম ওভারে বল করতে এসে ৮ রান করে দেন তিনি। এরপর নিজের শেষ ও ইনিংসের ১৯তম ওভারে বল করতে এসে শুরুতেই বাউন্ডারি হজম করেন ফিজ। তবে দ্বিতীয় বলেই দুর্দান্ত এক ইয়র্কারে টম কারেনকে (১৬) বোল্ড করে দেন তিনি। এরপর ওই ওভারের শেষ বলে রান আউট হয়ে ফেরেন তৃতীয় বলে বাউন্ডারি ও পঞ্চম বলে ডাবল নেওয়া রবিচন্দ্রন অশ্বিন।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে দিল্লি।

নিজের শেষ ওভারে ১২ রানসহ ৪ ওভারে মোস্তাফিজ ২৯ রান খরচে নিয়েছেন ২ উইকেট। রাজস্থানের আরেক পেসার উনাদকাট ৪ ওভারে ১৫ রান খরচে নিয়েছেন ৩ উইকেট। এক উইকেট গেছে ক্রিস মরিসের দখলে।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।