ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে স্টাইলে তামিমের ফিফটি, ১০০ পার করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
ওয়ানডে স্টাইলে তামিমের ফিফটি, ১০০ পার করল বাংলাদেশ

তামিম ইকবালের টেস্ট ক্যারিয়ারের ২৯তম ফিফটিতে দলীয় রান ১০০ পার করেছে বাংলাদেশ। যোগ্য সঙ্গ দিচ্ছেন নাজমুল হাসান শান্তও।

রান উঠছে ওভার পিছু ৪-এর বেশি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১০০ রান। তামিম ৬২ রানে এবং শান্ত ৩৫ রানে ব্যাট করছেন।

বুধবার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির প্রথম দিনে টসে জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমে দলীয় ৮ রানেই ওপেনার সাইফ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। পেসার বিশ্ব ফার্নান্দোর করা ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন সাইফ। যদিও শুরুতে নট আউটের ইশারা করেন ফিল্ড আম্পায়ার। কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভোগার পর রিভিও নেন স্বাগতিক অধিনায়িক দিমুথ করুণারত্নে। রিপ্লেতে স্পষ্ট দেখা যায় বল লাইনে পড়ে স্ট্যাম্পে আঘাত হানতো। ফলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন সাইফ।

শুরুর ধাক্কা সামাল দেন তামিম ও শান্ত। তামিম তো রীতিমত ওয়ানডে স্টাইলে ব্যাট করেন। ৫৩ বলে তুলে নেন ফিফটিও। এর মধ্যে ৪০ রানই আসে বাউন্ডারি থেকে। এক সময় তো বলের চেয়ে রানই ছিল বেশি। ফিফটির কাছাকাছি গিয়ে নিজেকে কিছুটা সামলে নেন এই বাঁহাতি ওপেনার। শান্তকে নিয়ে এরইমধ্যে ৯০ ছাড়ানো অবিচ্ছিন্ন জুটিও গড়েছেন তিনি।

প্রথম টেস্টের বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, আবু জায়েদ চৌধুরি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, সাইফ হাসান।

প্রথম টেস্টের শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।