ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

করোনা মহামারি: ভারতীয়দের জন্য শোয়েব আখতারের প্রার্থনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২১
করোনা মহামারি: ভারতীয়দের জন্য শোয়েব আখতারের প্রার্থনা

করোনা ভাইরাস মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি ভারত। দেশটিতে দৈনিক সংক্রমণ এখন ৩ লাখেরও বেশি।

আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে দৈনিক দুই হাজারেরও বেশি মানুষের। শ্মশানে জায়গা না থাকায় গণচিতায় জ্বলছে মরদেহ। অক্সিজেনের সংকটও প্রকট আকার ধারণ করেছে।  

প্রতিবেশী ভারতের এমন ঘোরতর দুঃসময়ে সেদেশের জনগণের প্রতি সহানুভূতি জানিয়েছেন সাবেক পাকিস্তানি গতি তারকা শোয়েব আখতার। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত বিশ্বের সবচেয়ে দ্রুততম গতির বলের রেকর্ডধারী আশা করেন, শিগগিরই ভারতের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। এই টুইটে তিনি লিখেছেন, ‘করোনার সঙ্গে ভারতকে কঠিন লড়াই করতে হচ্ছে। বৈশ্বিক সহায়তা দরকার। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। এটা মহামারি,আমরা সবাই এখানে এক। অবশ্য একে অন্যের সহায়তা দরকার। ’ 

টুইটে একটি ভিডিও সংযুক্ত করেছেন শোয়েব। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘ভারতের জনগণের জন্য প্রার্থনা করছি। তারা যেন শিগগিরই এই বিপদ থেকে পরিত্রাণ পায়। আমরা তাদের পাশে আছি। ’

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।