ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেট থেকে ৬ বছর নিষিদ্ধ লঙ্কান সাবেক পেসার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
ক্রিকেট থেকে ৬ বছর নিষিদ্ধ লঙ্কান সাবেক পেসার

আইসিসির দুর্নীতি বিরোধী আইন ভাঙায় সব ধরনের ক্রিকেট থেকে ৬ বছরের জন্য নিষিদ্ধ হলেন শ্রীলঙ্কার সাবেক পেসার নুয়ান জয়সা। তবে তার এই নিষেধাজ্ঞার মেয়াদ শুরু হবে ২০১৮ সালের ৩১ অক্টোবর থেকে।

কেননা তখনই তাকে প্রাথমিকভাবে নিষিদ্ধ করা হয়েছিল।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়, জয়সা তিনটি ধারা যথাক্রমে ২.১.১, ২.১.৪ ও ২.৪.৪ অপরাধে দোষী হয়েছেন।

তিনটি অপরাধ ছাড়াও আমিরাতে টি-টেন লিগেও তিনটি অপরাধে অভিযুক্ত তিনি। এর বিচারকার্য এখনও চলমান।

জয়সা শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে ৩০টি টেস্ট ও ৯৫টি ওয়ানডে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার ১৭২টি উইকেট রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।