ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

লটারির মাধ্যমে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দর্শক বাছবে আইসিসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
লটারির মাধ্যমে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দর্শক বাছবে আইসিসি

করোনা মহামারিতে বিপর্যস্ত দেশগুলোর মধ্যে ইংল্যান্ড অন্যতম। কিন্তু সেখানেই আগামী ১৮ জুন থেকে শুরু হওয়ার কথা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

 

সাউদাম্পটনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ভারত। আগেই জানানো হয়েছিল, ওই ম্যাচে স্বল্প সংখ্যক দর্শকের উপস্থিতি থাকবে। তবে লটারিতে জিতেই পেতে হবে ম্যাচের টিকিট।

শুক্রবার এমনটাই জানানো হয়েছে আইসিসির তরফ থেকে। খেলা দেখতে ইচ্ছুক সমর্থকদের আইসিসির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। শুধুমাত্র যাদের আবেদন গৃহীত হবে, তারাই পাবেন কাঙ্ক্ষিত টিকিট।

তবে ইংল্যান্ডের বাইরে থাকেন এমন সমর্থকরা খেলা দেখতে পারবেন না।  

চলতি আইপিএল শেষ হলে ইংল্যান্ডের উদ্দেশে উড়ে যাবেন কোহলিরা। একই বিমানে তাদের সঙ্গে যাবেন আইপিএলের কিউই খেলোয়াড়রাও।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।