ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

কলকাতা নাইট রাইডার্সের আরেক ক্রিকেটার করোনায় আক্রান্ত

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মে ৮, ২০২১
কলকাতা নাইট রাইডার্সের আরেক ক্রিকেটার করোনায় আক্রান্ত

কলকাতা নাইট রাইডার্সের আরেক ক্রিকেটার টিম সেইফার্ট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা সংক্রমিত হওয়ার ফলে বিশেষ বিমানে উঠছেন না নিউজিল্যান্ডের এই উইকেটরক্ষক।

আপাতত ভারতেই থাকতে হচ্ছে সেইফার্টকে।

এই মুহূর্তে আহমেদাবাদে আইসোলেশনে রয়েছেন সেইফার্ট। সেখান থেকে তাকে চেন্নাই নিয়ে যাওয়া হবে। সেখানকার একটি হাসপাতালে রাখা হবে সেইফার্টকে। বিমান ধরার আগে তার ২ বার করোনা পরীক্ষা করা হয়। সেখানে ফল পজিটিভ আসে।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয় মৃদু উপসর্গ রয়েছে সেইফার্টের। এর আগে ১০ দিনে ৭ বার করোনা পরীক্ষা করা হলে ফল নেগেটিভ এসেছিল নিউজিল্যান্ডের এই উইকেটরক্ষকের।

এর আগে কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়রে শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। এরপর বিভিন্ন দলের ক্রিকেটাররা করোনা সংক্রমিত হতে থাকেন। সানরাইজার্স হায়দ্রাবাদ দলে ঋদ্ধিমান সাহাও করোনা আক্রান্ত হন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মে ০৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।