ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

পীযূষ চাওলার বাবার মৃত্যুতে ভেঙে পড়েছেন শচীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, মে ১১, ২০২১
পীযূষ চাওলার বাবার মৃত্যুতে ভেঙে পড়েছেন শচীন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ভারতীয় স্পিনার পীযূষ চাওলার বাবা। সাবেক সতীর্থের বাবার এভাবে চলে যাওয়া কিছুতেই মানতে পারছেন না সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার।

 

গত সোমবার করোনায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পীযূষের বাবা প্রমোদ কুমার চাওলা। খবরটি শোনার পর ভেঙে পড়েন শচীন। পীযূষ ও তার পরিবারের প্রতি সমবেদনার কথা টুইটারে জানিয়েছেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তি। টুইটারে তিনি লিখেছেন, ‘পীযূষের বাবার মৃত্যুর খবর পেয়ে মন ভারাক্রান্ত হয়ে গিয়েছে। তাঁর আত্মার শান্তি কামনা করি। এই কঠিন সময় পীযূষ এবং তার পরিবারের প্রতি সমবেদনা রইলো। ’

পীযূষ নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে মর্মান্তিক সংবাদ দেন।

সদ্য স্থগিত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছিলেন পীযূষ। এর আগে বিশ্বকাপজয়ী এই স্পিরার কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস ও কিংস ইলিভেন পাঞ্জাবের হয়েও খেলেছেন।  

পীযূষের বাবা গত কয়েকদিন ধরেই করোনার বিরুদ্ধে লড়ছিলেন। সোমবার দিল্লির এক হাসপাতালে তার মৃত্যু হয়। ইনস্টাগ্রামে পীযূষ লিখেছেন, ‘তোমাকে ছাড়া জীবন আর একই রকম থাকবে না। জীবনের শক্তির অন্যতম ভরসাকে হারালাম। ’

এদিকে শচীন ছাড়াও পীযূষকে সমবেদনা জানিয়েছেন তার আরেক সাবেক সতীর্থ ইরফান পাঠান। সাবেক বাঁহাতি পেসার টুইটারে লিখেছেন, ‘আমার ভালো বন্ধু পীযূষ চাওলার বাবা প্রমোদ কুমার আর নেই। তোমার এবং পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা রইল। আশা করি ধৈর্যের সঙ্গে তুমি এই কঠিন সময় কাটিয়ে উঠবে। প্রমোদ কাকু খুবই ভালো মানুষ ছিলেন। করোনা আর একটা জীবন কেড়ে নিল। ’

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, মে ১১, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।