ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বাবা হারালেন সোহরাওয়ার্দী শুভ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, মে ২২, ২০২১
বাবা হারালেন সোহরাওয়ার্দী শুভ

হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় দলের ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভর বাবা সাংবাদিক রশীদ মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শনিবার (২২ মে) ভোর পাঁচটায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

রশীদ বাবু রংপুরের জুম্মাপাড়া এলাকার বাসিন্দা। তিনি জুম্মাপাড়া করিমিয়া মাদ্রাসার কোষাধ্যক্ষ, শিখা সংসদের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক রোটারিয়ান ছিলেন। তার প্রতি বেশ কয়েকবার তিনি রংপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।

চলতি বছরের মার্চে হৃদরোগে আক্রান্ত হলে তার অস্ত্রোপচার করা হয়। শনিবার ভোরে অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রংপুর প্রেসক্লাব চত্বরে তার মরদেহ রাখা হবে।

এদিন বাদ আসর স্থানীয় জুম্মাপাড়া করিমিয়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নগরীর মুন্সিপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ২২, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।