ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

শরিফুলের ‘প্রথম শিকার’ কুশল পেরেরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, মে ২৫, ২০২১
শরিফুলের ‘প্রথম শিকার’ কুশল পেরেরা ছবি: শোয়েব মিথুন

অভিষেক ওয়ানডে ম্যাচ খেলতে নামা শরিফুলের প্রথম শিকার হলেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল পেরেরা।  

বাংলাদেশের ডানহাতি তরুণ পেসারের তৃতীয় ও ইনিংসের ষষ্ঠ ওভারের তৃতীয় বলে তুলে মারতে গিয়ে তামিম ইকবালের হাতে ক্যাচ তুলে দেন লঙ্কান ওপেনার।

ওয়ানডেতে এটাই শরিফুলের প্রথম উইকেট। বিদায়ের আগে কুশলের ব্যাট থেকে আসে ১৫ বলে ১৪ রান।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেট হারিয়ে ২৫ রান।

এর আগে শুরুতে ব্যাট করে মুশফিকুর রহিমের ১২৫ রানের অসাধারণ ইনিংসে ভর করে সব উইকেট হারিয়ে ২৪৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, মে ২৫, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।