ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের বিপক্ষে সিরিজ হার মেনে নিতে পারছেন না জয়সুরিয়া

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, মে ২৭, ২০২১
টাইগারদের বিপক্ষে সিরিজ হার মেনে নিতে পারছেন না জয়সুরিয়া

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পর এবার হোয়াইটওয়াশ করার স্বপ্ন বাংলাদেশের। তবে টাইগারদের বিপক্ষে লঙ্কানদের সিরিজ হারের বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছেন না দেশটির সাবেক অধিনায়ক ও কিংবদন্তি সনথ জয়াসুরিয়া।

টুইটারে জয়াসুরিয়া লিখেছেন, শ্রীলঙ্কার সাবেক খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে বাংলাদেশের কাছে প্রথম সিরিজ হার মেনে নেওয়া আমার পক্ষে কঠিন। জাতীর সম্মান ঝুঁকিতে রয়েছে ছেলেরা, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাও।

শ্রীলঙ্কার সঙ্গে তিন ওয়ানডের সিরিজটি এক ম্যাচ বাকি থাকতে ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। লঙ্কানদের প্রথমবার সিরিজে হারানোর পাশপাশি ওয়ানডে সুপার লিগে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে তামিম ইকবালের দল।

শেষ ম্যাচে জিতে সুযোগ আছে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নেওয়ার। সঙ্গে দেশের মাটিতে টানা তিনটি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করারও।

শুক্রবার (২৮ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মে ২৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।