ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরে ৭ দিনের কোয়ারেন্টিন

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জুন ৩, ২০২১
বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরে ৭ দিনের কোয়ারেন্টিন

বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন জিম্বাবুয়ের সফরে কোয়ারেন্টিনের সময় বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

জিম্বাবুয়ে সফরে এক টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ২৯ জুন দেশ ছাড়বে বাংলাদেশ।

সিরিজটি জুলাইয়ে শুরু হবে। যদিও আনুষ্ঠানিক সূচি এখনো ঘোষিত হয়নি।

করোনার এই আবহে ক্রিকেট অঙ্গনে প্রতিটি বিদেশ সফরে কোয়ারেন্টিন বাধ্যতামূলক। জিম্বাবুয়েতে কোয়ারেন্টিন আইন কী হবে- সে বিষয়ে নিজামউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, 'এখন পর্যন্ত যা তথ্য আছে, জিম্বাবুয়েতে ৫/৭ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে আমাদের। দলে কোনো পরিবর্তন হলে তাদেরকও এর আওতায় আনা হবে। '

করোনা মহামারির মধ্যে ইতোমধ্যে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কায় সফর করেছে বাংলাদেশ। অনুশীলন শুরুর আগে নিউজিল্যান্ডে ১৪ দিনের কোয়ারেন্টিন এবং শ্রীলঙ্কায় তিন দিনের রুম কোয়ারেন্টিনে থাকতে হয়েছিল। নিউজিল্যান্ডে ১৪ দিনের কোয়ারেন্টিন খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর বিরূপ প্রভাব ফেলে। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে সফরে ছয়টি ম্যাচই হারে টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জুন ০৩, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।