ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

রুবেলের ১ ওভারে ২৭ রান নিয়েও ৩ রানে হারল দোলেশ্বর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জুন ১০, ২০২১
রুবেলের ১ ওভারে ২৭ রান নিয়েও ৩ রানে হারল দোলেশ্বর শেষ হাসি হাসলেন রুবেলই/ছবি: শোয়েব মিথুন

রুবেল হোসেনের করা ম্যাচের শেষ ওভারে ২৭ রান নিয়েও ৩ রানে হেরে গেল প্রাইম দোলেশ্বর।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে বৃহস্পতিবার প্রাইম দোলেশ্বরকে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

বিকেএসপি’র তিন নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য দোলেশ্বরের দরকার ছিল ৩১ রানের। বল হাতে রুবেল আর উইকেটে তখন কামরুল ইসলাম ও এনামুল হক জুনিয়র। ওই ওভারের প্রথম বলে ছক্কা হাঁকান কামরুল। দ্বিতীয় বলে নেন ডাবল। এরপর টানা তিনটি ছক্কা।  

জয়ের জন্য শেষ বলে দোলেশ্বরের দরকার ছিল ৫ রান। তবে রুবেলের শেষ বলটিতে এক রানের বেশি নিতে পারেননি কামরুল। ফলে ৩ রানে হেরে যায় দোলেশ্বর।

কামরুল ১২ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন। এছাড়া মার্শাল আইয়ুব ২২ ও ফজলে মাহমুদ ২১ রান করেন। ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান ৩টি উইকেট লাভ করেন। এছাড়া রুবেল ও শরিফুল ইসলাম নেন ২টি করে উইকেট।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক। দলের মোহাম্মদ মিঠুন ৫৫ ও এনামুল হক বিজয় ২৯ রান করেন।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জুন ১০, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।