ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

মোহোর-সুমনদের দাপটে গাজী গ্রুপকে হারাল শাইনপুকুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, জুন ১৬, ২০২১
মোহোর-সুমনদের দাপটে গাজী গ্রুপকে হারাল শাইনপুকুর ছবি: শোয়েব মিথুন

দু’দলের ব্যাটসম্যানরাই ছিলেন ব্যর্থ। তবে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বোলাররা দাপট দেখিয়েছেন দারুণভাবে।

আর এতেই লো স্কোরিং ম্যাচেও ৮ রানের হার নিয়ে মাঠ ছেড়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে বুধবার মিরপুর শেরে বাংলায় মুখোমুখি হয় দু’দল। যেখানে শাইনপুকুর ১৯.৪ ওভারে ১০৭ রানে অলআউট হয়। জবাবে খেলতে নেমে মাত্র ৯৯ রানে গুটিয়ে যায় গাজী।

১০৮ রানের লক্ষ্যে খেলতে নেমে মোহোর শেখ ও সুমন খানদের তাণ্ডবে তাসের ঘরের মতো ভেঙে পড়ে গাজীর ইনিংস। সর্বোচ্চ ১৭ রান করেন মুমিনুল হক ও নাসুম আহমেদ। বাকিদের কেউই বলার মতো স্কোর করতে পারেনি।

মোহোর ৩.৩ ওভারে ২২ রান দিয়ে ৪টি উইকেট দখল করেন। সুমন ৪ ওভারে ২০ রানে পান ৩ উইকেট। এছাড়া হাসান মুরাদ ২টি উইকেট নেন।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শাইনপুকুরও বিপাকে পড়ে। সাব্বির হোসেনের ২৬ বলে ৪১ রানে ভর করে কোনো রকমে দলীয় শতক পার করে দলটি। সাব্বিরের ইনিংসে অবশ্য ৪টি চার ও ৩টি ছক্কা ছিল। এছাড়া সাজ্জাদুল হক ১৫ বলে ২৫ রান করেন।

গাজী বোলারদের মধ্যে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ সর্বোচ্চ ৩টি উইকেট পান। আর মেদেহী হাসান ও মহিউদ্দিন তারেক ২টি করে উইকেট দখল করেন।

ম্যাচ সেরা হন মোহোর শেখ।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুন ১৬, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।