ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ফের বৃষ্টি হানায় স্থগিত রিয়াদ-সৌম্যদের ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জুন ২০, ২০২১
ফের বৃষ্টি হানায় স্থগিত রিয়াদ-সৌম্যদের ম্যাচ ছবি: বাংলানিউজ

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সুপার লিগ পর্বের গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম প্রাইম দোলেশ্বরের ম্যাচটি বৃষ্টির কারণে স্থগিত করা হয়েছে। ১২ ওভার পর্যন্ত মাঠে গড়ালেও শেষ পর্যন্ত বৃষ্টির হানায় বন্ধ করতে হয় ম্যাচটি।

মিরপুরে টসে হেরে ব্যাট করতে নেমে ১২ ওভারে ৪ উইকেটে ৭৩ রান তোলে গাজী গ্রুপ। এরপরই নামে বৃষ্টি। প্রচণ্ড বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচের বাকি অংশ মাঠে গড়ায়নি। রিজার্ভ ডে’র সিস্টেম চালু থাকায় ম্যাচটি পরবর্তীতে আবার শুরু হবে।

আজ ব্যাট হাতে দারুণ শুরু করেছিলেন গাজী গ্রুপের ওপেনার সৌম্য সরকার। ১৬ বলে ২ ছক্কা ও ২ চারে ২৫ রান করেন তিনি। ২৫ রানে অপরাজিত ছিলেন মুমিনুল হকও। তবে তিনি বল খেলেছেন ২৬টি। ৩ বলে ২ রান নিয়ে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

আগের সূচি অনুযায়ী, গতকাল শনিবার ম্যাচটি শুরু হলেও ৯ বল গড়ানোর পর বৃষ্টি নামে। এরপর দিনের বাকি দুই ম্যাচও একই কারণে বাতিল করার পর নতুন সূচি প্রকাশ করেছিল সিসিডিএম। এবার তাতেও পরিবর্তন আনতে হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুন ২০, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।