ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

মুশফিকের বাবা ‘সুপারহিরো’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জুন ২০, ২০২১
মুশফিকের বাবা ‘সুপারহিরো’

আজ জুন মাসের তৃতীয় রোববার, বিশ্ব বাবা দিবস। বিশ্বের অনেক দেশে আজ পালন করা হচ্ছে দিবসটি।

এ দিনটিতে বাবাদের নানাভাবে শুভেচ্ছা জানানো বা স্মরণ করা হয়। ফেসবুকের অনেক ব্যবহারকারী তাদের বাবাকে নিয়ে মন্তব্য করছেন, ছবি শেয়ার করেছেন।

ক্রীড়াঙ্গনের তারকারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বাবাদের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করছেন।

জাতীয় ক্রিকেট উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম ফেসবুকে বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেন, ‘মিরপুর, গ্যাবা বা লর্ডস, আমার সুপারহিরো বাবা সব সময় আমাকে ও বাংলাদেশ দলকে সমর্থন করতে উপস্থিত থাকে। তার দোয়া সব সময় আমাকে দেশের হয়ে ভালো করতে অনুপ্রাণিত করে। বাবা তোমাকে অনেক ভালোবাসি। সারাবিশ্বের সকল বাবাদেরকে বাবা দিবসের শুভেচ্ছা। ’

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জুন ২০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।