ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারত নয়, আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, জুন ২৬, ২০২১
ভারত নয়, আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হবে সংযুক্ত আরব আমিরাত।

যদি আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসেনি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় হতে যাচ্ছে, সেটি নিশ্চিত হয়ে গেছে বলে জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ ইএসপিএন ক্রিকইনফো’।

প্রতিবেদনে বলা হয়েছে আগামী ১৭ অক্টোবর থেকে আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৬ দলের এই টুর্নামেন্টের ফাইনাল হবে ১৪ নভেম্বর।

আইপিএল ফাইনালের পরই টি-টোয়েন্টি বিশ্বকাপটি মাঠে গড়াবে। তবে আইসিসির পক্ষ থেকে এখনো এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জুন ২৬, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।