ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

টেইলরকে সেঞ্চুরি বঞ্চিত করলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জুলাই ৯, ২০২১
টেইলরকে সেঞ্চুরি বঞ্চিত করলেন মিরাজ সংগৃহীত ছবি

দলীয় ৬১ রানে প্রথম উইকেট হারানোর পর শতাধিক রানের দুর্দান্ত জুটি গড়েছিলেন জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর ও আরেক ওপেনার কাইটানো। বাংলাদেশের গলার কাঁটা হয়ে দাঁড়ানো ১৭৭ বলে ১১৫ রানের এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ।

মিরাজের বলে বদলি ফিল্ডার ইয়াসির আলীর তালুবন্দি হয়ে ফেরেন ৯২ বলে ১২ চার ১ ছক্কায় ৮১ রান করা ব্রেন্ডন টেইলর।  

হারারে টেস্টের তৃতীয় দিনে ১৭৬ রানে দ্বিতীয় উইকেট হারানো জিম্বাবুয়ের প্রথম ইনিংসের সংগ্রহ এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ২০৫ রান। সফরকারীদের চেয়ে এখনও ২৬৩ রানে পিছিয়ে স্বাগতিক দল।

এর আগে দ্বিতীয় দিনে মাহমুদউল্লাহ রিয়াদের অপরাজিত ১৫০ রানের ইনিংসের সুবাদে ৪৬৮ রানে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। জবাবে নিজেদের প্রথম ইনিংসে নেমে গতকাল দ্বিতীয় দিনেই প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। সাকিব লেগ বিফোরের ফাঁদে ফেলেন মিল্টনকে (৪১)। জবাবে ১ উইকেট হারিয়ে ১১৪ রান নিয়ে দিনের খেলা শেষ করে জিম্বাবুয়ে।  

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জুলাই ০৯, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।