ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

'অলিখিত ফাইনালে' টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০২১
'অলিখিত ফাইনালে' টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে দুই দল একটি করে ম্যাচ জেতায় তৃতীয় ও শেষ ম্যাচটি রূপ নিয়েছে ফাইনালে। সেই অলিখিত ফাইনালে টসে হেরে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ।

 

হারারে স্পোর্টিং ক্লাব মাঠে রোববার সিরিজ নির্ধারণী ম্যাচে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছেন সিকান্দার রাজা।  এই নিয়ে টানা তিন ম্যাচে টস জিতলেন জিম্বাবুয়ে অধিনায়ক।

বাংলাদেশ দল একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। অফস্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের জায়গায় খেলছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। অন্যদিকে জিম্বাবুয়ের একাদশ অপরিবর্তিত।

চলতি সফরে জিম্বাবুয়ের ঘরের মাঠে একমাত্র টেস্টটি ২২০ রানে জিতেছে বাংলাদেশ। এরপর ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো স্বাগতিকরা। তবে দ্বিতীয় ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজটি জমিয়ে তুলেছে জিম্বাবুয়ে। এবার তৃতীয় ম্যাচটি জিতলে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও জেতা হয়ে যাবে বাংলাদেশের।  

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পায় ৮ উইকেটে। অন্যদিকে, দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ে জয়লাভ করে ২৩ রানে। জিম্বাবুয়ের বিপক্ষে এর আগে পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে জিতেছে দুইটিতে, ড্র হয়েছে বাকি তিন সিরিজ।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, শামীম হোসেন, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে দল: সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), লুক জঙওয়ে, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, টেন্ডাই চাতারা এবং মিল্টন শুম্বা।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।