ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতীয় দলে ফের করোনার হানা; এবার আক্রান্ত চাহাল-গৌতম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
ভারতীয় দলে ফের করোনার হানা; এবার আক্রান্ত চাহাল-গৌতম

ক্রুনাল পান্ডিয়ার পর শ্রীলঙ্কা সফরে থাকা ভারতীয় দলের আরও দুই ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। এই দুই ক্রিকেটার হলেন- যুজবেন্দ্র চাহাল ও কৃষ্ণাপ্পা গৌতম।

গত মঙ্গলবার স্পিনার ক্রুনাল পান্ডিয়ার করোনা পজিটিভ ফলাফল আসে। ওই দিন ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ বাতিল করা হয়। এর একদিন পর অর্থাৎ বুধবার মাঠে মুখোমুখি হয় দুই দল। তবে ক্রুনালের সংস্পর্শে আসায় আরও ৮ জন ক্রিকেটারকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। তাদের মধ্যে ছিলেন চাহাল ও গৌতম। পরে দুই ম্যাচেই তারা মাঠে নামেননি।

এদিকে এরইমধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ১-২ ব্যবধানে হেরে গেছে নতুনদের নিয়ে গড়া ভারতীয় দল। ফলে তিন করোনা পজিটিভ ক্রিকেটারকে রেখেই দেশে ফিরতে পারে ভারতীয় দল। বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো এমনটাই জানিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।