ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

হাফিজের কিপটে বোলিংয়ে পাকিস্তানের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, আগস্ট ১, ২০২১
হাফিজের কিপটে বোলিংয়ে পাকিস্তানের জয় সংগৃহীত ছবি

মোহাম্মদ হাফিজের আঁটসাঁট বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেছে পাকিস্তান।  

শনিবার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭ রানে জিতেছে বাবর আজমের দল।

এই জয়ে সফরকারীরা সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল। এর আগে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

টসে হেরে ব্যাটিং করে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৭ রান তোলে পাকিস্তান। হাফ সেঞ্চুরির দেখা পান বাবর আজম। ৪০ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫১ রান করেন তিনি। ৩৬ বলে ৪৬ রান করেন মোহাম্মদ রিজওয়ান। উইন্ডিজের পক্ষে জেসন হোল্ডার ৪ ওভারে ৩০ রান দিয়ে ৪টি উইকেট নেন। ২টি উইকেট শিকার করেছেন ডোয়াইন ব্রাভো।

১৫৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপাকে পড়ে যায়। প্রথম ওভারেই ওপেনার আন্দ্রে ফ্লেচার শিকার হন হাফিজের। এরপর হাফিজ রীতিমত কাঁপিয়ে ছেড়েছেন ক্যারিবীয় ব্যাটসম্যানদের। তার ৪ ওভারে শেষ পর্যন্ত আসে মাত্র ৬ রান, এর মধ্যে একটি আবার মেডেন। এর মাধ্যমে আইসিসির পূর্ণ সদস্য দেশের কোনও বোলারের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কিপটে বোলিংয়ের রেকর্ড স্পর্শ করেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ পরে নিকোলাস পুরানের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল। ৪টি চার ও ৬টি ছক্কায় ৩৩ বলে ৬২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকলেও ম্যাচ জেতাতে পারেননি পুরান। কারণ জ্বলে উঠতে পারেননি ক্রিস গেইল, কাইরন পোলার্ডরা। এছাড়া এভিন লুইসের ব্যাট থেকে আসে ৩৫ রান। ম্যাচ সেরা নির্বাচিত হন হাফিজ।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, আগস্ট ০১, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।