ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

অনেক খুঁজেও বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ দেখতে পারেননি ফিঞ্চ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, আগস্ট ৪, ২০২১
অনেক খুঁজেও বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ দেখতে পারেননি ফিঞ্চ

ইনজুরির কারণে বাংলাদেশে আসা হলো না সীমিত ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চের। তবে বাড়িতে বসে তিনি চাইছিলেন তার সতীর্থদের খেলা দেখতে।

কিন্তু সেটিও সম্ভব হলো না। বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সিরিজটি দেখাচ্ছে না অস্ট্রেলিয়ার কোনো চ্যানেল।

ফিঞ্চ ভেবেছিলেন ইউটিউবে হয়তো ম্যাচটি দেখতে পারবেন। কিন্তু সেটিও সম্ভব হয়নি। তাই হতাশ হয়ে টুইট করেন, ‘কোথাও খুঁজে পাচ্ছি না। ভেবেছিলাম অস্ট্রেলিয়ায় ইউটিউবের মাধ্যমে ম্যাচটা দেখা যাবে...’

১৯৯৪ সালে পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর এই প্রথম দেশের বাইরে অস্ট্রেলিয়ার কোনো সিরিজ দেখাচ্ছে না অস্ট্রেলিয়ান কোনো মিডিয়া। এই জন্য ফিঞ্চের মতো হতাশ হয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটপ্রেমিরাও। ফিঞ্চের অবর্তমানে বাংলাদেশে অজিদের নেতৃত্ব দিচ্ছেন ম্যাথু ওয়েড। আজ সন্ধ্যায় ওয়েডের নেতৃত্বে ফের মাঠে নামছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।