ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের ‘লিংক’ খুঁজছেন ম্যাক্সওয়েল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, আগস্ট ৫, ২০২১
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের ‘লিংক’ খুঁজছেন ম্যাক্সওয়েল

১৯৯৪ সালে পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর এই প্রথম দেশের বাইরে অস্ট্রেলিয়ার কোনো সিরিজ দেখাচ্ছে না অস্ট্রেলিয়ান কোনো মিডিয়া। ব্যাপারটা অস্ট্রেলিয়ান সমর্থক থেকে শুরু করে দেশটি ক্রিকেটারদের জন্যও বেশ হতাশার।

এবার সতীর্থদের খেলা দেখতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্য চেয়ে বসলেন তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল।

ম্যাক্সওয়েল অবশ্য এই সিরিজে ব্যক্তিগত কারণ দেখিয়ে সফর করনেনি। তার মতো ডেভিড ওয়ার্নার ও প্যাট কামিন্সও সফরে আসেননি। এছাড়া ইনজুরির কারণে আসতে পারেননি স্টিভেন স্মিথ ও অ্যারন ফিঞ্চ।

সিরিজে দ্বিতীয় টি-টোয়েন্টি শুরুর পর কাল ম্যাক্সওয়েল একটি টুইটে লিখেন, ‘অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি খেলা দেখার লিংক আছে কারও কাছে?’  কেননা ম্যাক্সওয়েল হয়তো ভাবতে পারেননি ঘরে বসে সতীর্থদের খেলা টিভিতে দেখতে পারবেন না।

এর আগে ইনজুরির কারণে বাংলাদেশে না আসতে পারা সীমিত ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ হতাশা ব্যক্ত করেন।

ফিঞ্চ ভেবেছিলেন ইউটিউবে হয়তো ম্যাচটি দেখতে পারবেন। কিন্তু সেটিও সম্ভব হয়নি। তাই হতাশ হয়ে টুইট করেন, ‘কোথাও খুঁজে পাচ্ছি না। ভেবেছিলাম অস্ট্রেলিয়ায় ইউটিউবের মাধ্যমে ম্যাচটা দেখা যাবে...’

ফিঞ্চের অবর্তমানে বাংলাদেশে অজিদের নেতৃত্ব দিচ্ছেন ম্যাথু ওয়েড। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।