ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

অজিদের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় টাইগারদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, আগস্ট ৬, ২০২১
অজিদের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় টাইগারদের সিরিজ নিশ্চিত করার পর টাইগারদের উল্লাস। ছবি: শোয়েব মিথুন

দাপুটে জয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ঘরে তুললো বংলাদেশ। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ১০ রানের জয় পায় টাইগাররা।

ফলে দুই ম্যাচ বাকি থাকতেই ৩-০ ব্যবধান করে সিরিজ নিশ্চিত করেন মাহমুদউল্লাহ রিয়াদরা।

অজিদের বিপক্ষে যেকোনো ফরম্যাটে বাংলাদেশের এটি প্রথম সিরিজ জয়। এছাড়া টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে এত কম রানে প্রতিপক্ষকে হারানোর রেকর্ডও গড়লো টাইগাররা। এই সিরিজেই প্রথম ম্যাচে ১৩১ রান করে জয়ের রেকর্ডটি ছিল পুরনোটি।

শুক্রবার (০৬ আগস্ট) শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করে। জবাবে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ অবধি ৪ উইকেট হারিয়ে ১১৭ রানে থেমে যায় অজিদের ইনিংস। বাংলাদেশের সব বোলাররা দারুণ করলেও আলো কেড়ে নেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে কোনো উইকেট না পেলেও অসারধারণ বল করে মাত্র ৯ রান দেন তিনি।

১২৮ রানের লক্ষ্যে ব্যাট করা অস্ট্রেলিয়ার হয়ে এদিন ওপেন করতে নামেন অধিনায়ক ম্যাথিউ ওয়েড। তবে ব্যাটিংয়ে ওপরের দিকে এলেও পারফরম্যান্সের কোনো উন্নতি হয়নি তার। দ্বিতীয় ওভারে নাসুম আহমেদের শিকারে এক রান করে ফিরে যান।

তবে আগের দুই ম্যাচের মতো এদিন আর ধস নামেনি অজি ইনিংসে। ফলে দ্বিতীয় উইকেট জুটিতে বেন ম্যাকডারমেটের সঙ্গে ৬৩ রানের পার্টনারশিপ গড়ে দলকে জয়ের দিকেই নিয়ে যাচ্ছিলেন পুরো সিরিজেই সফরকারীদের একমাত্র ব্যাটিং পারফর্মার মিচেল মার্শ।

অবশেষে এই জুটি ভেঙে ব্রেকথ্রু এনে দেন অভিজ্ঞ ও তারকা স্পিনার সাকিব আল হাসান। আগের দুই ম্যাচ না খেলা ডরমেট ৪১ বলে ৩৫ করে বোল্ড হন। এরপর দ্রুতই ফিরে যান নতুন ব্যাটসম্যান মইসেস হেনরিকেস। পরের ওভারেই শরিফুল ইসলামকে তুলে মারতে গিয়ে মোহাম্মদ নাঈমের ক্যাচে পরিণত হন।

শেষদিকে এসে নিজের বোলিং কারিশমা দেখান মোস্তাফিজ। দলীয় ১৯তম ও নিজের শেষ ওভারে মাত্র ১ রান খরচ করেন। এতেই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় অস্ট্রেলিয়া। এছাড়া ভয়ঙ্কর ব্যাটসম্যান মার্শকে ফিরিয়ে জয় বাংলাদেশের দিকে টেনে আনতে সাহায্য করেন শরিফুল। ৪৭ বলে ৫১ রান করা মার্শ নাঈমের তালুবন্দী হয়ে ফিরে যান।

শেষদিকে অ্যালেক্স ক্যারি (২০) ও ড্যান ক্রিস্টিয়ান (৭) অপরাজিত থাকলেও বাংলাদেশি বোলারদের কাছে ছিলেন অসহায়।

বাংলাদেশি বোলার শরিফুল ২টি উইকেট দখল করেন। একটি করে উইকেট পান সাকিব ও নাসুম।

এর আগে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। তবে টাইগার দলপতি মাহমুদউল্লাহ বৃষ্টিভেজা পিচে আগে বোলিং না নিয়ে ব্যাটিং বেছে নেওয়ার ফল ভুগতে হয় স্বাগতিক ব্যাটসম্যানদের। তবে শেষ পর্যন্ত মাহমুদউল্লাহর ব্যাটে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে বাংলাদেশ।

শুরুতেই দুই ওপেনারের বিদায়, দুটি দুর্ভাগ্যজনক রান আউটে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু এক প্রান্ত আগলে রেখে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ দলকে টেনে নেওয়ার পাশাপাশি তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম টি-টোয়েন্টি ফিফটি। কিন্তু শেষ ওভারে অভিষেকেই ন্যাথান এলিসের হ্যাটট্রিকে ১৩০-এর দেখা পায়নি বাংলাদেশ।

সিরিজ জয়ের লক্ষ্যে নামা টাইগাররা আগের একাদশ নিয়েই মাঠে নামে। অন্যদিকে অস্ট্রেলিয়ার একাদশে এসেছে ৩টি পরিবর্তন। এটা ছিল ন্যাথান এলিসের অভিষেক টি-টোয়েন্টি। এছাড়া বেন ম্যাকডরমেট ও ড্যান ক্রিস্টিয়ানও দলে জায়গা পান। তাদের জায়গা দিতে বিশ্রামে রাখা হয় জশ ফিলিপ, মিচেল স্টার্ক ও অ্যান্ড্রু টাইকে।

শুরুতে ব্যাটিংয়ে নেমে ৩ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। অজি পেসার জশ হ্যাজেলউডের করা ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বল থার্ড ম্যান অঞ্চলে মারতে চেয়েছিলেন নাঈম (১)। কিন্তু বল তার ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক ম্যাথিউ ওয়েডের গ্লাভসে জমা হয়।

পরের ওভারে বোলিংয়ে আসেন অ্যাডাম জাম্পা। অজি লেগ স্পিনারের করা প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন সৌম্য। বাঁহাতি ওপেনার অবশ্য রিভিও নিয়েছিলেন। কিন্তু রিভিও কোনও কাজে লাগেনি। ফলে টানা তৃতীয় ম্যাচে ব্যর্থতার মুখ দেখলেন সৌম্য। মাত্র ২ রান করে আউট হওয়ার আগে তিনি খেলেছেন ১১ বল।

টানা দুই উইকেট হারিয়ে চাপে পড়ার পর সাকিব ও মাহমুদউল্লাহর ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৩৬ বল স্থায়ী জুটিতে আসে ৪৪ রান। এর মধ্যে ১৭ বলে ২৬ রানের ইনিংস খেলার পথে সাকিব বিদায় নেন জাম্পার দ্বিতীয় ওভারের প্রথম বলেই। আগের ওভারেই পর পর দুই বলে বাউন্ডারি হাঁকিয়েছিলেন সাকিব। কিন্তু জাম্পার অফ স্ট্যাম্পের বাইরের বলে বোলারের উপর দিয়ে তুলে মারতে গিয়ে অ্যাশটন অ্যাগারের হাতে ক্যাচ তুলে দেন তিনি।

সাকিবের বিদায়ের পর ক্রিজে আসা আফিফ হোসেন আগের দুই ম্যাচের ফর্ম এই ম্যাচেও টেনে এনেছিলেন। খেলছিলেনও সাবলীলভাবে। কিন্তু দ্বাদশ ওভারে সিঙ্গেল নিতে গিয়ে অ্যালেক্স ক্যারির সরাসরি থ্রোয়ে বিদায় নেন তিনি। ১ চার ও ১ ছক্কায় এই বাঁহাতির ব্যাট থেকে আসে ১৩ বলে ১৯ রান। এরপর দ্রুত বিদায় নেন শামিম হোসেনও (৩)। হ্যাজেলউডের শর্ট লেন্থের বলে ক্রস ব্যাটে সুইপ করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ তুলে দেন তিনি।  

এরপর নুরুল হাসান দ্রুত রান তোলার চেষ্টা করলেও দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন তিনি। ড্যান ক্রিস্টিয়ানের বলে ব্যাট ছুঁয়েই সিঙ্গেল নিতে দৌড় দেন মাহমুদউল্লাহ। অধিনায়কের ডাকে অপরপ্রান্ত থেকে কিছুটা দেরিতে দৌড় শুরু করা নুরুল গন্তব্যে পৌঁছানোর আগেই হেনরিকস সরাসরি থ্রোয়ে স্ট্যাম্প ভেঙে দেন। ফলে শেষ হয় নুরুলের ৫ বলে ১১ রানের ইনিংস।

এরপর মেহেদিকে নিয়ে লড়াই চালিয়ে যান মাহমুদউল্লাহ। ৫২ বলে তুলে নেন ফিফটিও। তবে ঠিক এরপরই এলিসের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। ৫৩ বলে তার ব্যাট থেকে আসে ৫২ রান। ইনিংসটি ৪টি চারে সাজানো। শেষ ওভারে মাহমুদউল্লাহর বিদায়ের পরের বলেই নেমেই ক্যাচ তুলে দেন মোস্তাফিজুর রহমান। পরের বলে শরিফুলও বিদায় নিলে হ্যাটট্রিক পেয়ে যান এলিস। অস্ট্রেলিয়ানদের মধ্যে তিনি মাত্র তৃতীয় বোলার হিসেবে এই ফরম্যাটে হ্যাটট্রিক পেলেন।

এর আগে ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে ব্রেট লি এবং ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যাশটন অ্যাগার এই কীর্তি গড়েছিলেন। তবে এলিস বাকিদের চেয়ে আলাদা। কারণ এই তরুণ মিডিয়াম পেসার হ্যাটট্রিকের দেখা পেয়েছেন অভিষেক টি-টোয়েন্টি ম্যাচেই।

ব্যাটিংয়ে গুরত্বপূর্ণ অবদান রাখায় ম্যাচ সেরা নির্বাচিত হন মাহমুদউল্লাহ রিয়াদ। আর দারুণ বল করা মোস্তাফিজ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হন।

আগামীকালই (০৭ আগস্ট) সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি মাঠে গড়াবে।

বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২১
এমএমএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।