ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

মিরপুরে সাকিবের ‘মিরাকল’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০২১
মিরপুরে সাকিবের ‘মিরাকল’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় সম্পন্ন করেছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দু এটাই।

কিন্তু এর মাঝেই আড়ালে পড়ে গেছে সাকিব আল হাসানের অবিশ্বাস্য এক কীর্তি, যাকে ‘মিরাকল’ না বলে উপায় নেই।

বিষয়টা তাহলে খোলাসা করা যাক। অজিদের বিপক্ষে চলতি সিরিজে নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করে আসছেন সাকিব। ব্যাটে-বলে দলের জয়ে তার অবদান কোনও অংশে কম নয়। কিন্তু তার দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের ব্যাটিং, বোলিং, আউটের সময় কিংবা স্ট্রাইক রেট রীতিমত হতভম্ব করে দেওয়ার মতো।

দুই ম্যাচে সাকিবের পারফরম্যান্সের তুলনা করলেই বিষয়টা পরিস্কার হয়ে যাবে। দুই ম্যাচে তিনি করেছেন সমান রান, তাও আবার সমান বলে। দুই ম্যাচে স্ট্রাইক রেট সমান। চারটি বাউন্ডারি মেরেছেন, নেই কোনও ছক্কা। দুই ম্যাচেই ১টি করে উইকেট পেয়েছেন তিনি। বল হাতে রান খরচ করেছেন সমান।

দুই ম্যাচে এত মিলে একটা রেকর্ডও হয়ে গেছে। টি-টোয়েন্টিতে একই দলের বিপক্ষে পরপর দুই ম্যাচে একজন খেলোয়াড়ের একই রকম স্কোর ও একই রকম বোলিং ফিগার এর আগে কখনো দেখা যায়নি।  

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।