ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রধানমন্ত্রীর সঙ্গে সাকিব-পাপনের সাক্ষাৎ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
প্রধানমন্ত্রীর সঙ্গে সাকিব-পাপনের সাক্ষাৎ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতার পর নিউজিল্যান্ডকেও ৩-২ ব্যবধানে সিরিজ হারিয়ে এ ফরম্যাটে বর্তমানে নিজেদের সেরা ফর্মে আছে টাইগাররা। সিরিজে দুর্দান্ত ফর্মে থাকা সাকিব আল হাসান আজ (১২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য দিয়েছেন সাকিব। পোস্টে প্রধানমন্ত্রীর সঙ্গে এক ফ্রেমে তোলা একটি ছবিও সংযুক্ত করেছেন তিনি।

সাকিব লিখেছেন, ‘আজ সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে, সঙ্গে ছিলেন পাপন ভাই। ’

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।