ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডও পাকিস্তান সফর বাতিল করতে পারে!

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
ইংল্যান্ডও পাকিস্তান সফর বাতিল করতে পারে!

দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফর করেছে নিউজিল্যান্ড। তবে প্রথম ম্যাচে মাঠে নামার ঠিক আগ মুহূর্তে সীমিত ওভারের দুটি সিরিজ বাতিল করে কিউইরা।

নিরাপত্তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।

আগামী মাসে পাকিস্তান সফর যাওয়ার কথা ইংল্যান্ডের পুরুষ ও নারী ক্রিকেট দলেরও। কিন্তু ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, নিউজিল্যান্ড ক্রিকেট নিরাপত্তাজনিত কারণে ইংল্যান্ডও মুখ ফিরিয়ে নিতে পারে পাকিস্তান থেকে।  

নিউজিল্যান্ডের সফর বাতিলের ঘোষণা আসার পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানায়, ‘আমরা আমাদের নিরাপত্তা দলের সঙ্গে যোগাযোগ করছি। পরিস্থিতি সম্পূর্ণ বোঝার জন্য তারা পাকিস্তানের মাঠে আছে। ইসিবি বোর্ড পরবর্তী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেবে আমাদের সফরে যাওয়া উচিত হবে কিনা।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।