ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ক্রিকেট

শেষ ম্যাচ হেরেও সিরিজ জিতল টাইগার যুবারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
শেষ ম্যাচ হেরেও সিরিজ জিতল টাইগার যুবারা

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে জয় তুলে নিতে পারেনি বাংলাদেশ দল। প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ জয় করে নিলেও চতুর্থ ম্যাচের পর এবার শেষ ম্যাচে ৩ উইকেটে হারে টাইগার যুবারা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ১৫৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন আবদুল্লাহ আল মামুন। এছাড়া ওপেনিংয়ে খেলতে নেমে ২৬ রানের উল্লেখযোগ্য স্কোর আসে ইফতেখার হোসাইনের ব্যাট থেকে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ বল বাকি থাকতেই ৩ উইকেটে জয়লাভ করে আফগানিস্তান। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৫২ রান আসে ইসহাক জাজাইয়ের ব্যাট থেকে।

রোববার (১৯ সেপ্টেম্বর) আগে ব্যাট করতে নেমে ভালো শুরু করলেও দলীয় ৪৮ রানে প্রথম উইকেট মাহফিজুল ইসলামকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ২৬ রান করে ইফতেখারের বিদায়ের পর একে একে স্বাগতিকদের উইকেট পড়তে থাকে। অষ্টম উইকেটে নাইমুর রহমান নয়নকে নিয়ে ৪৭ রানের জুটি গড়ে বাংলাদেশকে কিছুটা চাপমুক্ত করেন মামুন। তবে ৩৭ রানে বাঁহাতি এ ব্যাটসম্যানের ফেরার পরই বাকি উইকেটগুলো হারিয়ে ১৫৫ রানেই থামে টাইগার যুবারা।  

বল হাতে সফরকারীদের হয়ে সামি ও খারোট ৩টি এবং হাসানি ও নাভিদ ২টি করে উইকেট শিকার করেছেন।

১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি আফগানিস্তান। প্রথম দুই উইকেট হারিয়ে তৃতীয় উইকেটে ৪৯ রানের জুটি গড়ে দলকে টেনে নিয়ে যান মোহাম্মদ নাজিবউল্লাহ ও ইসহাক জাজাই। নাজিবের আউটের পর বিলাল আহমেদও সাঝঘরে ফেরে নয়নের বলে। ৫২ রানে ইসহাককে ফেরানোর পর কিছুটা শঙ্কামুক্ত হয় বাংলাদেশ। তবে সপ্তম উইকেটে ভয়ঙ্কর হয়ে উঠেন আফগান অলরাউন্ডার ইজাজ আহমেদ। ৩২ রানে ইজাজ আউট হলে ২৯ রানের ক্যামিও ইনিংস খেলে দলকে জেতান ইজহারুল হক নাভিদ। বাংলাদেশের হয়ে আশিকুর জামান শিকার করেন সর্বোচ্চ ৩ উইকেট।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।