ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দুই ইনিংসেই প্রথম ঘণ্টা বাজে খেলেছি: মুমিনুল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
দুই ইনিংসেই প্রথম ঘণ্টা বাজে খেলেছি: মুমিনুল ছবি: উজ্জ্বল ধর

পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে ১-০তে পিছিয়ে গেল বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির এই হারে সব ফরম্যাট মিলিয়ে এটি টাইগারদের টানা নবম পরাজয়।

 

ম্যাচ শেষে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। তিনি বলেন, ‘আমরা প্রথম ইনিংস ও দ্বিতীয় ইনিংসের প্রথম এক ঘন্টা বাজে খেলে ম্যাচটা হেরে গেছি। মুশফিকুর রহিম ও লিটন দাস দুর্দান্ত ব্যাট করেছেন। পিচটা ব্যাটিংয়ের জন্য সহায়ক ছিল। তবে তাদের (পাকিস্তানিদের) বিশেষ করে আফ্রিদি ও হাসান আলীকে কৃতত্ব দিতে হয়। তারা সত্যিই দুর্দান্ত বোলিং করেছে। ’

এই টেস্টের পিচকে ব্যাটিং-বান্ধব বলা  মুমিনুল নিজেই অবশ্য ব্যাট হাতে চরম ব্যর্থ হয়েছেন। প্রথম ইনিংসে ৬ রানের পর দ্বিতীয় ইনিংসে মেরেছেন ‘ডাক’। তার মতো সংগ্রাম করেছে বাংলাদেশের বেশিরভাগ ব্যাটসম্যানই। ফলে টি-টোয়েন্টির মতো হার দিয়েই টেস্ট সিরিজ শুরু করল বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।