ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিক্ষিপ্ত ব্যক্তিগত পারফরম্যান্সে দলের লাভ হয় না: মুমিনুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
বিক্ষিপ্ত ব্যক্তিগত পারফরম্যান্সে দলের লাভ হয় না: মুমিনুল

চট্টগ্রাম টেস্টে লিটন দাসের সেঞ্চুরি, মুশফিকের ৯১, তাইজুলের ৭ উইকেট শিকারের পরও চতুর্থ দিন থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পাকিস্তান। এরপর পঞ্চম দিনে সফরকারীরা ২ উইকেট হারিয়েই জয় তুলে নেয়।

অধিনায়ক মুমিনুল হক মনে করেন, বিক্ষিপ্তভাবে এসব ব্যক্তিগত পারফরম্যান্সে দলের কোনো লাভ হয় না।

মঙ্গলবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, 'জিততে হলে দলীয় পারফরম্যান্সের প্রয়োজন হয়। আমাদের এমন পারফরমার নেই যে একা খেলবে আর দল জিতবে। যখন আমরা দলীয়ভাবে পারফর্ম করি, তখন আমাদের জয়ের সম্ভাবনা বেশি থাকে। পরিসংখ্যান তাই বলে। টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি যাই বলেন, একজনের পক্ষে ম্যাচ জেতানো খুবই কঠিন। '

প্রথম ইনিংসে ব্যাটিং ধসের পর মুশফিক-লিটনের দারুণ জুটিতে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ফিফটি করা লিটন দাস কোনো সঙ্গী পাননি। ধসে পড়ে ব্যাটিং। দ্বিতীয় ইনিংসে বোলাররাও কিছু করতে পারেননি। এ নিয়ে মুমিনুল বলেন, ' আমরা যদি দলীয়ভাবে সবাই পারফর্ম করি…যেমন তাইজুল ৭ উইকেট পেয়েছে। অন্য প্রান্তে যদি অন্য কোনো বোলার ২-৩ উইকেট পেত, সঙ্গে ব্যাটসম্যানরা যদি ভালো ব্যাট করতো। ব্যক্তিগত পারফরম্যান্সে আমাদের কখনও সেভাবে দলীয়ভাবে লাভ হয় না। '

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।