ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আইপিএলে চুক্তি সেরে ফেললেন ধোনি-রোহিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২১
আইপিএলে চুক্তি সেরে ফেললেন ধোনি-রোহিত

পরের আইপিএলের জন্য এরইমধ্যে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ৮ ফ্র্যাঞ্চাইজি। ধরে রাখা ক্রিকেটারদের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে।

সবার আগে নিজ নিজ দলের সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনি আর রোহিত শর্মা।

ধোনির নতুন চুক্তিতে সাক্ষর করার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে রোহিত শর্মা নিজে ইনস্টাগ্রামে পোস্ট করেন মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে চুক্তি সাক্ষরের ভিডিও।  

মুম্বাই রোহিত শর্মা ছাড়াও ধরে রেখেছে আরও দুই ভারতীয় ক্রিকেটারকে। জসপ্রীত বুমরাহর সঙ্গে সেই তালিকায় আছেন সূর্যকুমার যাদব। পাশাপাশি একমাত্র বিদেশি হিসেবে কায়রন পোলার্ডকে রেখে দিয়েছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা।

অন্যদিকে ধোনির পাশাপাশি চেন্নাই ধরে রেখেছে রবীন্দ্র জাদেজা, মঈন আলী আর রুতুরাজ গায়কোয়াড়কে। ধোনিকে ধরে রাখলেও চেন্নাইয়ের প্রথম পছন্দের ক্রিকেটার হলেন জাদেজা। যিনি ব্যাট-বল দুই বিভাগেই দুর্দান্ত ফর্মে আছেন।  

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।