টেস্ট ইতিহাসের মাত্র তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট তুলে নেওয়ার অনন্য কীর্তিতে নাম লেখালেন নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল।
ভারতের বিপক্ষে চলমান মুম্বাই টেস্টের প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজের উইকেট তুলে নিয়ে এমন বিরল মাইলফলকে পা রাখেন ভারতীয় বংশোদ্ভুত কিউই বাঁহাতি স্পিনার।
এজাজের আগে এই কীর্তি ছিল শুধু অনিল কুম্বলে এবং জিম লেকারের দখলে। ১০ উইকেট নিতে ৪৭.৫ ওভার বল করে ১১৯ রান খরচ করেছেন এজাজ। আর তাতে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩২৫ রানে। ভারতের পক্ষে একাই ১৫০ রান করেছেন মায়াঙ্ক আগারওয়াল। অক্ষর প্যাটেল করেছেন ৫২। শুভমান গিলের ব্যাট থেকে এসেছে ৪৪ রান।
টেস্ট ইতিহাসের সেরা বোলিং ফিগারের তালিকায়ও তিনে উঠে এসেছেন এজাজ। ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসে ১০ উইকেট তুলে নিতে ইংলিশ বোলার লেকার খরচ করেছিলেন মাত্র ৫৩ রান। আর পাকিস্তানের বিপক্ষে ১৯৯৯ সালে দিল্লি টেস্টে ইনিংসে ১০ উইকেট নিতে কুম্বলের খরচ ৭৪ রান।
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২১
এমএইচএম