ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

থেমেছে বৃষ্টি, খেলা মাঠে গড়ানোর অপেক্ষা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
থেমেছে বৃষ্টি, খেলা মাঠে গড়ানোর অপেক্ষা ছবি: শোয়েব মিথুন

বৃষ্টি বাধায় পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে এবার থেমেছে বৃষ্টি।

১১টার দিকে পিচ কাভার সরিয়ে শুরু হয় মাঠ শুকানোর কাজ। বিসিবি থেকে জানানো হয়েছে ১১:২০ মিনিটে খেলা মাঠে গড়াবে। আজ ৭৮ ওভার খেলা হওয়ার সম্ভাবনা আছে।

চট্টগ্রাম টেস্টে জয় পাওয়ার পর ঢাকা টেস্টেও ভালো অবস্থানে রয়েছে পাকিস্তান। প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৬১ রান। অজহার আলী অপরাজিত আছেন ১১২ বলে ৩৬* রানে। অন্যদিকে হাফ সেঞ্চুরি তুলে নেওয়া অধিনায়ক বাবর আজম ৯৯ বলে ৬০* রানে অপরাজিত। প্রথম দিনের দুটি উইকেটই শিকার করেছেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম।  

প্রথম দিনে আলোকস্বল্পতার কারণে এক ঘণ্টা আগেই দিনের সমাপ্তি টানা হয়। চা বিরতির পর বেলা ৩টার দিকে খেলোয়াড়েরা মাঠে প্রবেশ করে আবার ফিরে যান। আলো পরীক্ষা করে আম্পায়ারদ্বয় খেলা শুরু করেননি। এরপর বেশ কয়েকবার আলোর পরিমাপ করা হয়। কিন্তু টেস্ট ম্যাচ মাঠে গড়ানোর মতো পর্যাপ্ত আলো ছিল না। শেষ পর্যন্ত বিকাল ৪:০৭ মিনিটে দিনের খেলার সমাপ্তি টানার সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।