মিরপুর টেস্টে আপাতত বাংলাদেশের ফলোঅন এড়ানো মূল লক্ষ্য হলেও পরিস্থিতি বলছে, হারের দিকে যাচ্ছে বাংলাদেশ। তবে বাংলাদেশ ব্যাটার নাজমুল হোসেন শান্ত মনে করেন, ভালো ব্যাটিং করতে পারলে অবশ্যই ম্যাচ বাঁচানো সম্ভব।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে চরম ব্যাটিং বিপর্যয় নিয়ে চতুর্থ দিন শেষ করেছে বাংলাদেশ। মঙ্গলবার (০৭ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান প্রথম ইনিংস ৩০০ রানে ঘোষণার পর বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৬ ওভারে দলীয় ৭৬ রানেই ৭ উইকেট হারায়।
ফলে ফলোঅন এড়ানো নিয়েই শঙ্কা জেগেছে স্বাগতিক শিবিরে। আর দিন শেষে ২২৪ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
প্রথম ইনিংসে ফলোঅন এড়াতে বাংলাদেশের মোট ১০১ রান করতে হবে। কিন্তু পাকিস্তানি স্পিনার সাজিদ খানের বিধ্বংসী স্পেলের পর এখন প্রশ্ন উঠেছে ৩ উইকেটে বাকি ২৫ রান কি তুলতে পারবে বাংলাদেশ?
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসেন শান্ত। তার মতে কাল শেষ দিকে সাকিব ও তাইজুলের জুটিটাও খুবই গুরুত্বপূর্ণ।
শান্ত বলেন, ‘আমার মনে হয় কালকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। সাকিব ভাই ও তাইজুল ভাই যদি পার্টনারশিপ করতে পারেন, দলীয় আরও কিছু রান করতে পারি তাহলে একটা ভালো অবস্থানে যাব। পরের ইনিংসে আমাদের ভালো ব্যাটিং করতে হবে। ভালো ব্যাটিং করতে পারলে অবশ্যই ম্যাচ বাঁচানো সম্ভব। ’
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২১
এমএমএস