ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দ্রুততম ৪ হাজার রান ও ২০০ উইকেটের মাইলফলকে সাকিব

স্পোর্টস করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২১
দ্রুততম ৪ হাজার রান ও ২০০ উইকেটের মাইলফলকে সাকিব ব্যাটিংয়ে সাকিব। ছবি: শোয়েব মিথুন

ম্যাচ বাঁচাতে লড়ছে বাংলাদেশ। তবে এরই মধ্যে দারুণ এক মাইলফলকে পৌঁছে গেছেন সাকিব আল হাসান।

টেস্ট ক্রিকেটে দ্রুততম ৪ হাজার রান ও ২০০ উইকেটের দ্রুততম মালিক হলেন এই বিশ্বসেরা তারকা। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৫৬তম ওভারের শেষ বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে ইনসাইড আউট শটে পাকিস্তানের অফ স্পিনার সাজিদ খানকে চার হাঁকান সাকিব। এই চারে টেস্ট ক্যারিয়ারে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে।

১০ ম্যাচ কম খেলেই চূড়ায় উঠে যান তিনি। ৪ হাজার রান ও ২০০ উইকেটের ডাবল পূরণ করতে থাকে খেলতে হয়েছে ৫৯ টেস্ট। আগের রেকর্ড ছিল ইংল্যান্ডের সাবেক তারকা ইয়ান বোথামের দখলে। তার লেগেছিল ৬৯ টেস্ট। সবমিলিয়ে এই তালিকায় নাম লেখানো ষষ্ঠ ক্রিকেটার সাকিব।

এই টেস্টে সাকিব ৪ হাজার রান করতে ৬৭ রান পেছনে ছিলেন। যেখানে প্রথম ইনিংসে ৩৩ করার পর এই ইনিংসে ৩৪ করেই রেকর্ডের মালিক হন। এই রিপোর্ট লেখা অবধি ৬০ রানে অপরাজিত আছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।