ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সাকিবের বায়োপিক নির্মাণ করতে চান সৃজিত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২১
সাকিবের বায়োপিক নির্মাণ করতে চান সৃজিত বিসিবিতে সৃজিত ও মিথিলা। ছবি: শোয়েব মিথুন

বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের জীবন নিয়ে বায়োপিক নির্মাণের ইচ্ছে পোষণ করেছেন কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জি।

বুধবার (০৮ ডিসেম্বর) বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন চলাকালীন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রেস বক্সে হঠাৎই দেখা যায় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও তার স্বামী সৃজিত মুখার্জিকে।

এসময় সৃজিত-মিথিলা খেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি চলচ্চিত্রের বিষয়ও উঠে আসে।

বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নিয়ে বায়োপিক নির্মাণের ইচ্ছে আছে নাকি, এমন প্রশ্নের জবাবে সৃজিত জানান, বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে তার চলচ্চিত্র তৈরির ইচ্ছে আছে।

তিনি ক্রিকেটার সাকিবের বেশ প্রশংসাও করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।