ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কাতারকে ঘরের মাঠ বানাচ্ছে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
কাতারকে ঘরের মাঠ বানাচ্ছে আফগানিস্তান

নিরাপত্তাজনিত কারণে নিজেদের ঘরের মাঠে ক্রিকেট খেলতে পারে না আফগানিস্তান ক্রিকেট দল। এতদিন ভারতের দেরাদুন ও সংযুক্ত আরব আমিরাতকে হোম ভেন্যু বানিয়ে আন্তর্জাতিক সিরিজ খেলেছে তারা।

তবে এবার প্রথমবারের মতো কাতারকে হোম ভেন্যু বানাতে যাচ্ছে আফগানরা।

২০২২ সালের জানুয়ারিতে নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপ সুপার লিগের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। এই সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে কাতারের রাজধানী দোহায়। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

আগামী ২১ জানুয়ারি শুরু হবে তিন ম্যাচের সিরিজ। পরের দুই ম্যাচ ২৩ ও ২৫ জানুয়ারি। সিরিজের তিনটি ম্যাচই হবে দোহার এশিয়ান টাউন ক্রিকেট স্টেডিয়ামে।  

বিশ্বকাপ সুপার লিগে নিজেদের প্রথম সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছিল আফগানিস্তান, পেয়েছিল পূর্ণ ৩০ পয়েন্ট। এবার নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় সিরিজের তিন ম্যাচ খেলবে তারা। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে খেলবেন রশিদ-নবিরা।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।