ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিড়ালের সঙ্গে মধ্যাহ্নভোজ আবিদ আলীর! ভিডিও ভাইরাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
বিড়ালের সঙ্গে মধ্যাহ্নভোজ আবিদ আলীর! ভিডিও ভাইরাল

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টির পর টেস্ট সিরিজও অনায়াসেই জিতে নিয়েছে পাকিস্তান। স্বাগতিকদের ধবলধোলাই করার পথে শেষ টেস্টে তারা জিতেছে ইনিংস ও ৮ রানে।

সেই জয়ও আসে মাত্র ৩ দিনে (দুই দিনের খেলা বৃষ্টিতেই ভেস্তে যায়)। শেষ দুই দিনে বোলারদের দাপুটে পারফরম্যান্স সত্ত্বেও ভিন্ন কারণে শিরোনামে এসেছেন পাকিস্তানি ব্যাটার আবিদ আলী।

গতকাল বুধবার পঞ্চম দিন মধ্যাহ্নভোজের বিরতির সময় পাকিস্তান দল যখন ড্রেসিংরুমে, ওই সময় দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। ড্রেসিংরুমে সবাই যখন খাবার খেতে ব্যস্ত, তখন ছোট এক প্লেটে অল্প খাবার নিয়ে স্ট্যান্ডের দিকে যান আবিদ। গ্যালারির চেয়ারের পাশে সিঁড়িতে বসেছিল একটি বিড়াল। পাকিস্তানি ওপেনার নিজের প্লেট থেকে খাবার দেন বিড়ালটিকে। আর বিড়ালও খুশিমনে খাবার খেয়ে যাচ্ছিল।

আবিদ আলীর বিড়ালকে খাবার খাওয়ানোর সেই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভিডিওর ক্যাপশনে তারা লিখেছে, ক্রিকেটারদের পাশাপাশি এক বিশেষ অতিথিও আজ মধ্যাহ্নভোজ সেরেছে। '

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজটা দারুণ কেটেছে আবিদ আলীর। দুই ম্যাচের ৩ ইনিংস মিলিয়ে করেছেন ২৬৩ রান। এর মধ্যে ১টি সেঞ্চুরি ও একটি ফিফটিও আছে। শুধু কি তাই, চলতি বছর পাকিস্তানের জার্সিতে সবচেয়ে বেশি টেস্ট রানও তার। এ বছর ৯ টেস্টে তিনি মোট ৬৯৫ রান করেছেন।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।