ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শাস্ত্রীর মতামত ছাড়াই ২০১৯ বিশ্বকাপে ভারত দল পাঠায়!

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
শাস্ত্রীর মতামত ছাড়াই ২০১৯ বিশ্বকাপে ভারত দল পাঠায়!

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই রবি শাস্ত্রীর জায়গায় ভারতের নতুন প্রধান কোচ হন রাহুল দ্রাবিড়। এছাড়া টি-টোয়েন্টি আর ওয়ানডেতে বিরাট কোহলির জায়গায় নেতৃত্বে এসেছেন রোহিত শর্মা।

শাস্ত্রী-কোহলি যুগে ভারত কোনো আইসিসি শিরোপা জিততে পারেনি। এটাই তাদের সবচেয়ে বড় ব্যর্থতা। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে বিদায় নেওয়া ভারত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বই পেরোতে পারেনি। এবার দলের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন রবি শাস্ত্রী।

২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছিল ভারত। শাস্ত্রী দাবি করেছেন, ওই বিশ্বকাপে দল সাজানোয় তার মতামতই নেওয়া হয়নি! বিসিসিআইয়ের কিছু কর্মকর্তা নাকি চেয়েছেন, শাস্ত্রী যাতে ভারতের কোচ থাকতে না পারেন। সেই আসরে ভারতের দলে ছিলেন তিন উইকেটকিপার- মহেন্দ্র সিং ধোনি, ঋষভ পন্ত তো আর দীনেশ কার্তিক। শাস্ত্রী চেয়েছিলেন, তিন কিপারের বদলে আম্বাতি রাইডু কিংবা শ্রেয়াস আইয়ারের মধ্যে থেকে একজনকে নিতে।

'টাইমস অব ইন্ডিয়া'কে দেওয়া সাক্ষাতকারে শাস্ত্রী বলেন, 'ওই সময়ে (২০১৯ বিশ্বকাপ) আমার কোনো মতামতই নেওয়া হয়নি! তবে বিশ্বকাপের জন্য তিন উইকেটকিপার নিয়ে যাওয়া আমি মেনে নিতেই পারিনি। এর বদলে আম্বাতি কিংবা শ্রেয়াসের কেউ একজন দলে ঢুকতে পারত। এম এস ধোনি, ঋষভ আর দীনেশের তিনজনকেই একসঙ্গে দলে নেওয়ার কী যুক্তি থাকতে পারে? তবে শুধু যখন আমার মতামত জানতে চাওয়া হয়েছিল কিংবা সাধারণ আলোচনা হতো, সেটা ছাড়া আমি কখনো নির্বাচকদের কাজে নাক গলাইনি। '

এখানেই না থেমে শাস্ত্রী আরও বলেন, 'আমি ভরত অরুণকে বোলিং কোচ চেয়েছিলাম, কিন্তু তারা দেয়নি। এখন যখন দেখি সেই সিদ্ধান্তটা কীভাবে কাজে এসেছে। যে লোকটাকে তারা বোলিং কোচ হিসেবে নিতেই চায়নি, তিনিই এই দেশটির ইতিহাসের সেরা বোলিং কোচ হয়ে গেছেন। আমি নির্দিষ্ট কয়েকজনের কথা বলছি। আমি যাতে কোচের চাকরিটা না পাই, সেটা নিশ্চিত করতে অনেকেই খুব চেষ্টা করেছিলেন। অবশ্য এটাই জীবন। '

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।