ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মিঠুনের অসাধারণ সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
মিঠুনের অসাধারণ সেঞ্চুরি

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) সেঞ্চুরি হাঁকালেন মোহাম্মদ মিঠুন। এটি এবারের আসরের প্রথম সেঞ্চুরি।

তিন অঙ্কের ঘরে যেতে মিঠুনের লেগেছে ১৪৫ বল। প্রথম শ্রেণির ক্রিকেট এটি তার ১৩তম সেঞ্চুরি।

সোমবার বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে ব্যাট করতে নেমে সেঞ্চুরি তুলে নিলেন ওয়ালটন মধ‍্যাঞ্চলের হয়ে খেলা মিঠুন।

গতকাল প্রথম রাউন্ডের শুরুর দিনই দারুণ কেটেছে ওয়ালটন মধ‍্যাঞ্চলের। প্রথম দিনই বিসিবি উত্তরাঞ্চলকে অলআউট করে শুরু করে তাঁরা। এরপর মিঠুন ও মিজানুর রহমানের দৃঢ়তায় কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করে দলটি।

৪৩ রানে অপরাজিত থেকে আজ দ্বিতীয় দিন শুরু করেন মিঠুন। দিনের শুরুতেই স্পর্শ করেন হাফ সেঞ্চুরি। এরপর পৌঁছে যান শতকের ঘরে। তিন অঙ্কের ঘরে যেতে মিঠুনের লেগেছে ১৪৫ বল। প্রথম শ্রেণির ক্রিকেট এটি তার ১৩তম সেঞ্চুরি।

প্রথম শ্রেণির ক্রিকেটে এই প্রথম বার ওপেনিংয়ে নেমেছেন মিঠুন। আর নতুন পজিশন পেয়েই জ্বলে উঠেছেন তিনি। তার সঙ্গে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন আরেক ওপেনার মিজানুর রহমানও।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে গতকাল রবিবার ২১৯ রানে গুটিয়ে যায় উত্তরাঞ্চল। সর্বোচ্চ ৪৬ রান করেন পারভেজ হোসেন ইমন। এ ছাড়া মার্শাল আইয়ুব ৩৫ ও তানজীদ হাসান তামিম ৩২ রান করেন। বল হাতে ৩ উইকেট নিয়ে ওয়ালটন মধ্যাঞ্চলের সফলতম বোলার হন রবিউল হক।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।