ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মালানের সাক্ষাৎকার নিয়ে করোনায় আক্রান্ত সংবাদকর্মী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
মালানের সাক্ষাৎকার নিয়ে করোনায় আক্রান্ত সংবাদকর্মী

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে ক্রীড়াঙ্গনে ফের বিধিনিষেধ বাড়ানো হয়েছে। এদিকে অ্যাশেজ সিরিজে জৈব সুরক্ষাবলয়ের মধ্যে থেকে খেলা চালিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা।

তবে এতকিছুর পরেও ইংলিশ ব্যাটার ডেভিড মালানের সাক্ষাৎকার নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন বিবিসির একজন সংবাদকর্মী।  

এক টুইট বার্তায় অ্যাডিলেড টেস্টের চতুর্থ দিন সকালে বিষয়টি জানায় অ্যাডিলেড ওভাল কতৃপক্ষ। গত শনিবার (১৮ ডিসেম্বর) ডেভিড মালানের সাক্ষাৎকার নিয়েছিলেন বিবিসির সেই সংবাদকর্মী। তবে সামাজিক দূরত্ব ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে সাক্ষাৎকার নেয়ায় মালান খেলা চালিয়ে যাচ্ছেন।

টুইটারে অ্যাডিলেড ওভাল কর্তৃপক্ষ লিখেছে, 'জানানো হয়েছে যে, একজন সম্প্রচার কর্মী করোনা পজিটিভ হয়েছে। নির্ধারিত করোনা পরীক্ষার অংশ হিসেবে তার করোনা পরীক্ষা করা হয়েছিল। '

ইতোমধ্যেই এ ব্যাপারে অবগত হয়েছে সাউথ অস্ট্রেলিয়া স্বাস্থ্য বিভাগ। করোনা পজিটিভ হওয়া এই সংবাদ কর্মীর কাছাকাছি থাকা ব্যক্তিদের শনাক্ত করতে তারা কাজ করছে।  

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।