ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অ্যাশেজের শেষ ৩ টেস্টের অজি দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
অ্যাশেজের শেষ ৩ টেস্টের অজি দল ঘোষণা

চলমান অ্যাশেজ টেস্ট সিরিজের শেষ ৩ ম্যাচে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। যেখানে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট না খেলা অধিনায়ক প্যাট কামিন্স ও আরেক পেসার জশ হ্যাজেলউড দলে ফিরেছেন।

আগামী সপ্তাহে মেলবোর্নে বক্সিং-ডে টেস্ট মাঠে গড়াবে।

বাজে ফর্মের পরও ১৫ সদস্যের এই দলে ওপেনার মার্কাস হ্যারিসকে রাখা হয়েছে। পরের ৩ টেস্ট যথাক্রমে মেলবোর্ন, সিডনি ও হোবার্টে (দিবা-রাত্রি) হবে। দলের ব্যাকআপ ব্যাটার হিসেবে উসমান খাজাও নিজেকে ধরে রেখেছেন।

বাকি অ্যাশেজ টেস্টের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভেন স্মিথ (সহ-অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, মার্কাস হ্যারিস, ট্র্যাভিস হেড, উসমান খাজা, মারনাস লাবুশানে, নাথান লায়ন, মাইকেল নেসার, ঝাই রিচার্ডসন, মিচেল স্টার্ক, মিচেল সুইপসন, ডেভিড ওয়ার্নার।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।