ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ডে আগের কীর্তি ছাড়িয়ে যেতে চায় টাইগাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
নিউজিল্যান্ডে আগের কীর্তি ছাড়িয়ে যেতে চায় টাইগাররা

নিউজিল্যান্ডের মাটিতে সাদা বলে পারফরম্যান্স যাচ্ছেতাই হলেও ৫ বছর আগে ওয়েলিংটন টেস্টের লড়াই থেকে অনুপ্রেরণা খুঁজছে বাংলাদেশ। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এমনটাই জানালেন।

নিউজিল্যান্ডের মাটিতে এখনও পর্যন্ত ৯ টেস্ট খেলে সবগুলোতেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এর মাঝে ৫টিতে হেরেছে ইনিংস ব্যবধানে। 'অনুপ্রেরণার' ২০১৭ সালের ওয়েলিংটন টেস্টে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৯৫ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসের ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ৭ উইকেটে হারে। বিসিবির পাঠানো ভিডিওবার্তায় খালেদ মাহমুদ জানালেন, এবার তারা সেই পাঁচ বছর আগের কীর্তিকেও ছাড়িয়ে যেতে চান।

সুজন বলেন, 'এর আগে নিউ জিল্যান্ডে আমরা ১০টি (৯টি) টেস্ট খেলেছি, রেকর্ড যেখানে খুব ভালো নয়। ব্যতিক্রম বলা যায় ২০১৬ সালের (২০১৭ সাল) ওয়েলিংটন টেস্ট। ওই টেস্টে শেষ দিনে চা-বিরতির পর হেরে যাই আমরা। তবে ওই টেস্ট থেকেই আমরা প্রেরণা নিচ্ছি যে, সেবার যদি আমরা ৫৯৫ করতে পারি ৮ উইকেটে, ইনিংস ঘোষণা করেছিলাম, এবার আমরা চাই আরও ভালো কিছু করতে। এখনও পর্যন্ত সব ভালো। ছেলেরা ফিট আছে, ভালো আছে। অনুশীলনও ভালো হচ্ছে। আশা করছি, ভালো ক্রিকেট খেলতে পারব। '

নিউজিল্যান্ডে থাকা বাংলাদেশ আজ বড়দিনের ছুটি কাটাচ্ছে। আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর অনুশীলন করবে টাইগাররা। এরপর ১ জানুয়ারি থেকে শুরু দুই ম্যাচের টেস্ট সিরিজ।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।