ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

হাতে তিন সেলাই, নিউজিল্যান্ড সফর শেষ মাহমুদুলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২২
হাতে তিন সেলাই, নিউজিল্যান্ড সফর শেষ মাহমুদুলের

নিউজিল্যান্ডের মাটিতে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে খেলতে নেমে শুরুটা ভালোভাবেই করেছেন মাহমুদুল হাসান জয়। ওপেনিংয়ে নেমে প্রথম ইনিংসে ২২৮ বলে ৭৮ রান করে রেকর্ড গড়েছেন তিনি।

তবে দ্বিতীয় ইনিংসে খারাপ খবরই শুনতে হচ্ছে, ইনজুরিতে পড়ে মাঠে নামা হবে না জয়ের।

মাউন্ট মঙ্গানুই টেস্টে ফিল্ডিং করার সময় চোটে পড়েন মাহমুদুল হাসান জয়। চতুর্থ দিনের খেলা শেষে বিষয়টি জানায় টিম ম্যানেজম্যান্ট। এক ভিডিও বার্তায় টিম ম্যানেজমেন্টের এক মুখপাত্র বলেছেন, 'মাহমুদুল হাসান জয় আজ ফিল্ডিং করার সময় ডান হাতে চোট পেয়েছে, তৃতীয় ও চতুর্থ আঙুলের মাঝখানে। আমাদের ডাক্তার এখানে যিনি ছিলেন তিনি সেটাকে সেলাই করে দিয়েছে। তিনটি সেলাই পড়েছে ওর হাতে। ৭- ১০ দিন ওকে আমরা পর্যবেক্ষণে রাখছি। ওষুধ দিয়ে দেয়া হয়েছে। '

তথ্য অনুযায়ী অন্তত ৭ থেকে ১০ দিনের পর্যবেক্ষণে থাকায় চলমান টেস্টের পাশাপাশি ৯ জানুয়ারি শুরু হতে যাওয়া ক্রাইস্টচার্চ টেস্টেও জয়ের খেলা অনিশ্চিত।  

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।