ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

করোনায় আক্রান্ত হয়েছেন ম্যাক্সওয়েল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
করোনায় আক্রান্ত হয়েছেন ম্যাক্সওয়েল

ইউরোপে করোনা ভাইরাস বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে ক্রীকেটাঙ্গনেও। অ্যাশেজ সিরিজে ইংলিশ ও অস্ট্রেলিয়ার কয়েকজন ক্রিকেটার কোভিড পজিটিভ হয়েছেন কয়েকদিন আগে।

এবার করোনায় আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েলও।  

অ্যান্টিজেন টেস্টের পর ম্যাক্সওয়েলের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। এরপর পিসিআর টেস্ট করা হয়েছে। সেই পরীক্ষার রিপোর্ট এখনও অবশ্য আসেনি। বর্তমানে আইসোলশনে আছেন অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার।  

বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের অধিনায়ক ম্যাক্সওয়েল। এ পর্যন্ত লিগটিতে ১৩ জন ক্রিকেটার সংক্রমিত হয়েছেন। শুক্রবার (৭ জানুয়ারি) অ্যাডিলেড স্ট্রাইকসের বিরুদ্ধে খেলা রয়েছে ম্যাক্সওয়েলের দলের। সেই ম্যাচে হয়তো দেখা যাবে না এই অলরাউন্ডারকে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।