ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন শ্রীলঙ্কান রাজাপাকসে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন শ্রীলঙ্কান রাজাপাকসে

শ্রীলঙ্কান জাতীয় দলের হয়ে মাত্র ২ বছর খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ভানুকা রাজাপাকসে। বুধবার (৫ জানুয়ারি) শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) অবসরের চিঠি পাঠিয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে শ্রীলঙ্কান গণমাধ্যমগুলো।

রাজাপাকসের টি-টোয়েন্টিতে অভিষেক হয় পাকিস্তানের বিপক্ষে। ২০১৯ সালের অক্টোবর মাসে লাহোরে শ্রীলঙ্কার হয়ে দারুণ পারফরম্যান্সের দরুণ নিয়মিত একাদশে নাম লেখান তিনি। এ পর্যন্ত এ ব্যটার ১৮টি টি-টোয়েন্টি ম্যাচে ৩২০ রান সংগ্রহ করেছেন। শ্রীলঙ্কার হয়ে পাঁচটি ওয়ানডে ম্যাচেও খেলেছেন রাজাপাকসে।  

হঠাৎ করেই রাজাপাকসের এমন অবসরের কারণ হিসেবে চিঠিতে পারিবারিক বাধ্যবাধকতার কথা জানা যায়। এ কারণটি দেখিয়েই অবসরের সিদ্ধান্ত নেন বলে তিনি চিঠিতে জানান।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।