ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে দল পেলেন শুভ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
বিপিএলে দল পেলেন শুভ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ড্রাফট শেষ হওয়ার পর অলরাউন্ডার সোহরাওয়ার্দী শুভকে দলে নিল খুলনা টাইগার্স।  

আজ বুধবার ফ্র্যাঞ্চাইজিটির এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

একসময় জাতীয় দলের নিয়মিত মুখ শুভ দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে যাচ্ছেন। শুভর পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ মোহাম্মদ শরিফউল্লাহকেও দলে টেনেছে খুলনা। অবশ্য ড্রাফটের আগেই চার ক্রিকেটার ও ড্রাফট থেকে ১১ জন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে তারা।

এর আগে ড্রাফট থেকে জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার, স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী, পেসার কামরুল ইসলাম রাব্বি, ব্যাটার ইয়াসির আলীর মতো তারকা ক্রিকেটারদের দলে ভেড়ায় খুলনা। দলটিতে আছেন বিদেশি ক্রিকেটারদের মধ্যে লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা, ভানুকা রাজাপক্ষে, আফগান অলরাউন্ডার নাভিন-উল-হকের মতো টি-টোয়েন্টি স্পেশালিস্টরা।

খুলনা টাইগার্সের স্কোয়াড: মুশফিকুর রহিম, সৌম্য সরকার, থিসারা পেরেরা, ভানুকা রাজাপক্ষে, নাভিন উল হক, মেহেদী হাসান, কামরুল ইসলাম রাব্বি, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, সেকুগে প্রসন্ন, সিকান্দার রাজা, ফরহাদ রেজা, নাবিল সামাদ, রনি তালুকদার, সৈয়দ খালেদ আহমেদ, জাকের আলি অনিক।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।