ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অ্যাশেজ: আঙুলের চোটে ছিটকে গেলেন বাটলার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২২
অ্যাশেজ: আঙুলের চোটে ছিটকে গেলেন বাটলার

সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের চতুর্থ টেস্টে দুর্দান্ত এক ড্রয়ের পর দুঃসংবাদ পেল ইংল্যান্ড। আঙুলের চোটে দলের উইকেটরক্ষক-ব্যাটার জস বাটলার ছিটকে গেলেন অ্যাশেজ থেকে।

ফলে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে হোবার্টের বেলেরিভ ওভালে মাঠে নামা হবে না তার।

রোববার চতুর্থ ম্যাচ শেষে রুট বলেন, ‘বাটলারের চোট নিয়ে আমাদের আরো কিছু মূল্যায়ন করতে হবে। তবে সে দেশে ফিরে যাচ্ছে। এই অ্যাশেজে সে আর খেলতে পারবে না। ওর চোট বেশ গুরুতর। ইনজুরি নিয়েই সিডনি টেস্ট খেলেছে বাটলার। সে দেখিয়েছে, ইংল্যান্ডের হয়ে খেলাটা ওর কাছে কতটা গুরুত্বপূর্ণ। ’

১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে হোবার্ট টেস্ট। অ্যাডিলেডের পর ফের অ্যাশেজ দেখবে গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট। যদিও অ্যাশেজের পঞ্চম টেস্ট হওয়ার কথা ছিল পার্থে। কিন্তু পশ্চিম অস্ট্রেলিয়ার রাজধানীতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় এবং রাজ্যের সীমানায় বিধি-নিষেধ জারি হওয়ায় টেস্ট স্থানান্তরিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া।  

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।